পটুয়াখালীর যৌনকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

প্রকাশের তারিখ: জুলাই ১৪, ২০২১ | ১২:৫১ অপরাহ্ণ

মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী জেলায় করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র, অসহায় যৌনকর্মীদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসন।
১৪ জুলাই সকাল ১০ টায় পটুয়া জেলা প্রশাসনের আয়োজনে পটুয়াখালীর পুরাতন হাসপাতালের সামনে যৌন পল্লীর শক্তি নারী সংগঠনের যৌনকর্মীদের মাঝে প্রধান অতিথি হিসেবে এ মানবিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা প্রদান অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম সিপন ও পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ । এ ছাড়াও অনুষ্টান উপস্থিত ছিলেন জেলা দূর্যোগ কর্মকর্তা রনজিত কুমার সরকার, ইউনিসেফ প্রতিনিধি ইশিতা দে, লাইট হাউজ এর প্রতিনিধি দোলন বারিকদার,শক্তি নারী সমিতির সভানেত্রী ঝুমুর বেগম, সাধারণ সম্পাদক তানিয়া আক্তারসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
অসহায় যৌনকর্মীদের এই মানবিক সহায়তায় ছিল চাল,ডাল, আলু, তেল,লবন,চিনি,সাবান ও মাক্স ।
দেশে চলমান লকডাউন ও ১ থেকে ১৫ জুলাইয়ে কঠোর লকডাউন এ যৌনকর্মীরা লোকজন না আসায় অর্থকষ্টে দিনাতিপাত করছে। আর এ জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদান করেন পটুয়াখালী জেলা প্রশাসন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host