বরিশালে করোনায় মৃত্যু ১৯

প্রকাশের তারিখ: জুলাই ১৪, ২০২১ | ২:২০ অপরাহ্ণ

বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৯ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৫৩৩ জনে। তবে কমেছে চিকিৎসাধীন রোগীর সংখ্যা।হাসপাতালের পরিচালক কার্যালয়ের সূত্র জানায়, করোনা ওয়ার্ডে  মঙ্গলবার চিকিৎসাধীন ছিলো ৩১১ জন রোগী। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৩৭ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩ জনের করোনা পজেটিভ। অপর ১০ জনের নমূনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৫৯ জন রোগী। চিকিৎসাধীন ২৫৯ জনের মধ্যে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও হাতে পায়নি কর্তৃপক্ষ।এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় প্রকাশিত রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১১৮ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ৬২.৭৬ ভাগ।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ৬ জেলা ও মহানগরে নতুন করে আরও ৫৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬৩ জন রোগী।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারি পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এসব তথ্য তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র০০ বাংলাদেশ প্রতিদিন

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host