করোনা : বরিশাল বিভাগে একদিনে ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৫০০

প্রকাশের তারিখ: জুলাই ১৫, ২০২১ | ৩:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৫০০ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৯৬ জনে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জন ও করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া এই তিনজনেরই বাড়ি পিরোজপুর জেলায়। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৬৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, মোট আক্রান্ত ২৪ হাজার ৫৯৬ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬০০ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ১৯২ জন নিয়ে মোট ১০ হাজার ৪৯৮ জন, পটুয়াখালী জেলায় নতুন ৫৯ নিয়ে মোট তিন হাজার ৭৯ জন, ভোলা জেলায় নতুন ৪৭ জনসহ মোট দুই হাজার ৪১৬, পিরোজপুর জেলায় নতুন ৭১ নিয়ে মোট তিন হাজার ৪০৮ জন, বরগুনা জেলায় নতুন ৪৬ নিয়ে মোট আক্রান্ত দুই হাজার ৮৯ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৮৫ শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ১০৬ জন।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জনের এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে, যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২৩৫ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬৩৯ জনের মৃত্যু হয়েছে।

আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৬৩৯ জনের মধ্যে ৪৯ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৮ জন ও করোনা ওয়ার্ডে ২৬ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৭৯ জন চিকিৎসাধীন।

এদের মধ্যে ১০৩ জন করোনা ওয়ার্ডে এবং ১৭৬ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। আরটি পিসিআর ল্যাবে ২০৩ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৬১ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host