বরিশালে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু

প্রকাশের তারিখ: জুলাই ১৫, ২০২১ | ৪:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: লকডাউন শিথিল করার পর বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আর সন্ধ্যার পর বরিশাল থেকে ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হবে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল বিআইডব্লিউটিএ’র বরিশালের উপ-পরিচালক ও নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, বিআইডব্লিউটিএ’র নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে। তাই বরিশাল বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে সরকারি বিধি মানার ক্ষেত্রে তদারকি করা হচ্ছে। পাশাপাশি লঞ্চে যাতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে।

বরিশালে লঞ্চ চালু হওয়ায় নদী বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তবে যাত্রী সংখ্যা কম থাকায় নিরাপদ দূরত্ব বজায় রেখেই যাত্রীরা চলাচল করতে পারছে। আর স্বাস্থ্যবিধি মানাতে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছে লঞ্চ কর্তৃপক্ষ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host