বরিশালে আগুনে বসত ঘর পুড়ে ছাই ! অল্পের জন্য রক্ষা পেল তিনজন

প্রকাশের তারিখ: জুলাই ১৫, ২০২১ | ৫:১০ অপরাহ্ণ

রাসেল কবির:

বরিশালের কাজীরহাট থানাধীন লতা ইউনিয়নের আসলী সন্তোষপুর গ্রামে মুত্যু আলতাফ হাওলাদারের বসত ঘরে গত ১২ জুলাই গভীর রাতে আগুন। ৭৫ বছরের বৃদ্ধা খাদিজা বেগম পুএবধু হাওয়ানুর (৩৫) ও নাতি নবীন (৭) বেঁচে গেলে ও পুড়ে গেল বারান্দার টিনের চাল সহ বিল্ডিং ঘরের মালামাল। জানাগেছে, প্রায় ২ সপ্তাহ পূর্বে আগুন লাগানোর জন্য আসলেও ব্যর্থ হয়েছে তবে প্রেটলের গন্ধ আসে।। খাদিজা বেগম জানায়, টিনের বারান্দায় আগুন দেয় প্রেটল দিয়ে। এক খাটে আমি সহ পুএবধু ও নাতী কে নিয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ি। ঘটনার রাতে আমার পুএবধূ হাওয়ানুরের ঘুম ভেঙ্গে যায় । অসহ্য গরম ও ধুয়ার অতিষ্টে চোখ জ্বলছে। হাওয়ানুর আমাকে ও নাতী কে উঠিয়ে ঘর হতে বের হয়ে ডাক চিৎকার করলে বাড়ির ছাত্তার হাং, হারুন হাং, কামাল হং উঠে দেখে আগুন জ্বলছে অতঃপর তাদের ডাকচিৎকারে পার্শ্ববর্তী মহিলা পুরুষ বের হয়ে পানি দিয়ে আগুন ২ ঘন্টার প্রচেষ্টায় নিভাতে সক্ষম হলেও ঘরের আসবাপএ পুড়ে গেছে। বাড়ির ছাত্তার হাং নিকট জানতে চাইলে তিনি আগুনের বিষয়টি সত্যতা স্বিকার করেন। পুএবধু হাওয়ানুর কে খোঁজ করলে বাড়ি পাওয়া যায়নী । বসত ঘরের অসবাপএ কি পরিমান আগুনে পুড়ে গেলেও ক্ষতির পরিমান সর্ম্পকে জানতে চাইলে খাদিজা বেগম জানায় আমার পুএবধু বলতে পারবে। কাজীরহাট থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজ্জাদ হোসেন জানায়, ঘটনায় অভিযোগ বা মামলা হয়নী।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host