মুশফিককে মিস করবে বাংলাদেশ : তামিম

প্রকাশের তারিখ: জুলাই ১৬, ২০২১ | ১২:৪৬ পূর্বাহ্ণ

আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মাঠে নামার আগে অধিনায়ক তামিম ইকবাল ইনজুরিতে আক্রান্ত। মুস্তাফিজুর রহমানেরও চোট আছে। তার না খেলার সম্ভাবনাই বেশি। এছাড়া মুশফিকুর রহিম তার পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন। তাই চোটাঘাতে জর্জরিত স্কোয়াড থেকেই একাদশ বাছতে হবে বাংলাদেশকে। প্রতিপক্ষ তেমন শক্তিশালী না হওয়ার একটা সুবিধা আছে। তারপরেও মুশফিককে মিস করবে বাংলাদেশ।আজ বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘মুশফিকের যে সামর্থ্য, অমন একজন খেলোয়াড়কে না পাওয়া গেলে সেটি বড় একটা ব্যাপার। দারুণ ফর্মেও ছিল সে। যারা ওর জায়গায় খেলবেন, এমন না যে তারা নতুন। সবাই কমবেশি ম্যাচ খেলেছে। আশা করি, তারা সুযোগটা নেবে, যাতে মুশফিকের অভাবটা বুঝতে না পারি। আমি নিশ্চিত, যারা খেলবে, তারা ভালো করবে। তবে মুশফিককে তো আপনি মিস করবেনই।’

নিজের চোট নিয়ে তামিম বলেন, ‘৫-৬ দিন বিশ্রাম নিলেই আমার চোট ঠিক হয়ে যাবে, এমন নয়। ফিজিও একটা পরিকল্পনা দিয়েছে। সেটা ই-মেইলে বিশেষজ্ঞদের কাছে পাঠানোও হয়েছে। তারাও বলেছে সেরে উঠতে একটু সময় লাগবে। এখন ম্যানেজ করার চেষ্টা করছি, ঝুঁকিমুক্ত থেকে যতটুকু সম্ভব। গতকাল টেপ পেঁচিয়ে যতটুকু পারি ব্যাটিং করেছি। ফিল্ডিং খুব বেশি করিনি অবশ্য। একটু এদিক-সেদিক করে আশা করি এই সিরিজটা পার করতে পারব। এরপর আপনারা জানতে পারবেন।’

 

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host