বরিশালে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশের তারিখ: জুলাই ১৬, ২০২১ | ৬:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বরিশাল সিটি করপোরশেন (বিসিসি)। শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বুলড্রোজার দিয়ে ওইসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।

বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, দীর্ঘদিন ধরে রূপাতলী বাস টার্মিনালে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছিলো কিছু মানুষ। তাদের কারণে বাস যাত্রীদের চলাচলে সমস্যা হতো। সিটি করপোরেশন বঞ্চিত হতো রাজস্ব আদায় থেকে।

এ কারণে তাদের বারবার নোটিশ দেয়া হয় অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য। তারা নোটিশে কর্নপাত না করায় বুলড্রোজার দিয়ে ২ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন টাউন প্লানার সানজিদ আহমেদ এবং রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার।’’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host