জনবল নিয়োগ পরীক্ষার মাধ্যমে – চরফ্যাশনে এসটিএস হাসপাতালের যাএা শুরু

প্রকাশের তারিখ: জুলাই ১৬, ২০২১ | ৬:৫৮ অপরাহ্ণ

 

এম লোকমান হোসেন : চরফ্যাশন এসটিএস হাসপাতালে বিভিন্ন পদে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।আজ ১৬ জুলাই( শুক্রবার) সকাল ৯. ৩০ মিনিটে চরফ্যাশন করিমজাহান মহিলা কামিল মাদ্রাসার হলরুমে ১৩ টি পদের বিপীরতে ১৩০ জন প্রার্থীর মধ্যে ৮০ অংশ গ্রহণ করেন। বিকেলে মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করেন তারা। এর আগে ঢাকায় উক্ত পদসমূহের ৫০ অংশ গ্রহণ করেন। ঢাকা ও চরফ্যাশনের অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল একসাথে প্রকাশ করা হবে।
হাসপাতালের নিয়োগ বোর্ড কর্তৃক নির্বাচিতদেরকে মোবাইলে মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, দ্বীপ জেলা ভোলার নান্দনিক চরফ্যাশন উপজেলায় আধুনিক ও উন্নত চিকিৎসার শ্লোগান নিয়ে শুভ উদ্বোধন হতে যাচ্ছে এসটিএস হাসপাতাল চরফ্যাশন।

এব্যাপারে এসটিএস হাসপাতাল কর্তৃপক্ষ
জানান, এখানে ঢাকা না গিয়ে বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা নিতে পারবে এখানকার হাজার হাজার মানুষ। সে লক্ষ্যকে সামনে নিয়ে এসটিএস হাসপাতাল চরফ্যাশন প্রতিষ্ঠিত হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host