প্রতারণা মামলায় আবুল কাশেম জেল হাজতে

প্রকাশের তারিখ: জুলাই ১৬, ২০২১ | ৯:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ॥
প্রতারণা মামলায় সৈয়দ আবুল কাশেম নামের এক ব্যক্তিকে বৃহস্পতিবার আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানাযায়, সৈয়দ আবুল কাশেম যশোর জেলার বাহাদুর পুর গ্রামের আবুল বাশারের পুত্র। তিনি আকিজ বিড়ি ফ্যাক্টরির বরিশাল এরিয়া ডিপোর হিসাব রক্ষক হিসাবে কর্মরত ছিলেন। বেশ কিছুদিন ধরে তার হিসাব নিকাশ এবং কথা বার্তা গড়মিল দেখা দিলে টেরিটরি অফিসার বিপ্লব হোসেন হেড অফিস (ঢাকায়) জানায়। টেরিটরি অফিসার বিপ্লব হোসেনের তথ্যের ভিত্তিতে চলতি মাসের ১০ তারিখ ঢাকা অফিস থেকে অডিটে আসেন গৌতম কুমার ঘোষ ও মো: কামাল হোসেন। তার ২দিন ধরে অডিট করেন। এসময় সৈয়দ আবুল হোসেন পন্য ক্যাশের সকল তথ্য ভুল দেন। এতে অডিট কর্মকর্তাদের কাছে বিষয়টি স্পস্ট হয়। সকল কাগজপত্র যাচাই বাচাই করে দেখতে পান সৈয়দ আবুল কাশের আকিজ বিড়ি ফ্যাক্টরির বরিশাল এরিয়া ডিপো থেকে নগদ ৪ লক্ষ ৯৩ হাজার ৪৫০ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন। অডিট অফিসারদের তদন্ত প্রতিবেদন ও ঢাকা অফিসের অনুমতি সাপেক্ষে চলতি মাসের ১৫ তারিখে আকিজ বিড়ি ফ্যাক্টরির টেরিটরি অফিসার বিপ্লব হোসেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। যার নং ২৪। তাং ১৫-০৭-২০২১ইং। ওই দিনই আবুল কাশেমকে আটক করে এসআই অলিপ শাহা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host