কে আপন? কে পর? — সাইফুল স্বপন

প্রকাশের তারিখ: জুলাই ১৭, ২০২১ | ১:০৬ পূর্বাহ্ণ

কে আপন? কে পর?

— সাইফুল স্বপন

করোনা তুমি শিখিয়ে গেলে এই দুনিয়া মিছে,
অযথা সময় ব্যয় করেছো লোভ-লালসার পিছে।
সকল কিছু পড়ে থাকবে পরাণ দিলে ফাঁকি,
আসল খাতা শূন্য তোমার নেইতো সময় বাকি।
মৃত্যুকালে কাছে পায়না আপন ভাবছো যাদের?
দূরে ঠেলে পর করেছে, পাষাণ হৃদয় তাদের।
করোনায় যদি প্রাণ চলে যায়? তবে তো সব শেষ!
আপন পরের খেলা দেখো, জমছে কত বেশ?
করোনা রোগি দেখলে পরে করছে অবহেলা,
পথে-ঘাটে ফেলছে কত? দিচ্ছে ঘরে তালা।
আপন কিছু আছে তবে করোনার দুর্দিনে,
একই সাথে বাঁচবে তারা, জড়ানো মায়ার ঋণে।
লাশ দাফনের মানুষ পায়না! হায়রে নিয়তি!
এই দৃশ্য যায়না দেখা, নিষ্ঠুর পরিণতি।
আল্লাহ্ তুমি মোদের প্রতি একটু সহায় হও,
সারা বিশ্ব থেকে মহামারী দূর করিয়া দাও।
আল্লাহ্ তুমি মাফ কর! দুর করে দাও বালা,
ধুয়ে মুছে সাফ করে দাও, অন্তর্দাহের জ্বালা।
ডাক্তারবাবু চিকিৎসা দেয় মাথায় বেঁধে কাফন,
জীবন বাজি রেখে পুলিশ, লাশগুলো দেয় দাফন।
বাড়ি গিয়ে খাবার দিচ্ছে অসহায়দের মাঝে,
রোগী বহন করছে আবার সকাল সন্ধ্যা সাজে।
কাছে যাদের পাওয়ার কথা তারা হচ্ছে গোপন,
আপন গুলো স্বার্থপর, পর হয়ে যায় আপন।
স্যালুট যারা সম্মুখযোদ্ধা , না হোক তাদের ক্ষতি;
শ্রদ্ধা ভরে স্মরণ করি তোমরা বীরের জাতি।
এসব দেখে বাঁচার ইচ্ছে একটু যদি জাগে,
করোনা থেকে শিখে নাও মরণের আগে।।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host