বরিশালে কে.জি স্কুল খোলা রাখায় সিলগালা ! স্কুল মালিকের দন্ড

প্রকাশের তারিখ: জুলাই ১৭, ২০২১ | ১১:৫৫ পূর্বাহ্ণ
বরিশাল বাণী: করোনাকালীন সময়ে স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা সত্ত্বেও নিষেধাজ্ঞা অমান্য করে কিন্ডারগার্টেন স্কুল খোলা রাখার অপরাধে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের কলেজ গেট নামক স্থানে বর্নমালা কিন্ডারগার্টেন স্কুল সিলগালা করা হয়েছে।  এ ছাড়াও প্রতিষ্ঠানের পরিচালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সকাল ১১ টায় গোপন সূত্রে সংবাদ পেয়ে বাবুগঞ্জ  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান ওই বিদ্যালয়ে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় স্কুলের শিক্ষক ও ওই কিন্ডারগার্টেনের পরিচালক কে হাতেনাতে ধরে ফেলেন। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন ও কিন্ডারগার্টেন
 স্কুলটি সিলগালা করে দেন।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় আইন শৃঙ্খলায় সহায়তা করেন বাবুগঞ্জ থানা পুলিশ।
মোবাইল কোর্ট শেষে উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান জানান, জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মোবাইল কোর্টের আইনানুগ কার্যক্রমে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host