গলাচিপায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

প্রকাশের তারিখ: জুলাই ১৭, ২০২১ | ৭:২০ অপরাহ্ণ

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগে রিয়াজ খান (৩৫) নামের এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় রিয়াজের দুটি গরুও আগুনে পুড়ে মারা যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উপজেলার গোলখালী ইউনিয়নের বড়গাবুয়া গ্রামে। ভুক্তভোগী রিয়াজ ওই গ্রামের লতিফ খানের ছেলে।
আগুনে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলখালী ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন। ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আশিস কুমার।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বড়গাবুয়া গ্রামে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে টাইলস মিস্ত্রি রিয়াজের বসত ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরের খুঁটির সঙ্গে বাঁধা রিয়াজের দুটি গরু আগুনে পুড়ে মারা যায়। রিয়াজের ডাক চিৎকারে এলাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা বসতঘরের চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে ত্রাণের টিন, কম্বল ও খাদ্য সহায়তা দেয়া হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host