পশুর হাটে চাঁদা বাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে — বরিশাল পুলিশের উপমহাপরিদর্শক

প্রকাশের তারিখ: জুলাই ১৭, ২০২১ | ৯:৫৯ অপরাহ্ণ

 

পিরোজপুর প্রতিনিধি: বরিশাল রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) এসএম আক্তারুজ্জামান বলেন, পশুর হাটে যে কান ধরনের চাঁদা বাজি করলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। কোন ধরনের চাঁদা বাজদের ক্ষমা করা হবে না। যে সকল ক্রেতারা অনলাইনে গরু-ছাগল সহ যে কোন ধরনের পশু ক্রয় করতে চাইবেন তারা যাতে কোন ধরনের হয়রানীর শিকার না হন সে জন্য পুশিলকে খেয়াল রাখতে হবে। শনিবার (১৭ জুলাই) বিকালে জেলার নাজিপুরের দিঘীরজান পশুর হাট পরিদর্শন কালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি পশু ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সহ ব্যবসায় যাতে কোন ধরনের সমস্যা না হয় সে জন্য সকল ধরনের সহযোগীতার আশ্বাস দেন। এ সময় হাটে আসাদের মধ্যে যারা মাস্ক ব্যবহার না করেছেন এমনদের স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতনতা মুলক পরামর্শ প্রদান সহ বিনা মূল্যে মাস্ক বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদ প্রমুখ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host