শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

প্রকাশের তারিখ: জুলাই ১৭, ২০২১ | ১১:৪৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : লকডাউনের কঠোর বিধিনিষেধ শিথিল করার তৃতীয় দিনে শনিবার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ ফেরিঘাটে আসছেন। তবে বেশির ভাগ যাত্রী লঞ্চে পদ্মা নদী পার হতে দেখা যায়।

গাদাগাদি করে যাত্রীরা লঞ্চে উঠে পদ্মা পাড়ি দিচ্ছেন। অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করার কথা থাকলেও অধিক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করছে। এখানে স্বাস্থ্যবিধি পালনের কোন লক্ষণই দেখা যায়নি।

এদিকে সকাল থেকে ঘাটে ছোট বড় বিভিন্ন ধরনের যান-বাহনের চাপ অনেক বৃদ্ধি পেয়েছে। ১৪টি ফেরি সচল থাকলেও যানবাহন পার করে কুলিয়ে উঠতে পারছে না। শিমুলিয়া ঘাটে অর্ধ সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। প্রাইভেট কারের সংখ্যা বেশি। দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে নদী পার হতে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের এজিএম শফিকুল ইসলাম জানান, সকাল থেকে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ অনেক বেড়েছে। ফেরি বৃদ্ধি করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় ৫ শতাধিক যানবাহন। শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ১৭টি ফেরির মধ্যে ১৪টি ফেরি সচল রয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host