সাইফুল স্বপন এর “ছুটির ত্যাগে”

প্রকাশের তারিখ: জুলাই ১৮, ২০২১ | ১২:৩৫ পূর্বাহ্ণ
 ছুটির ত্যাগে
—- সাইফুল স্বপন
তোমরা যারা নাড়ির টানে চলে যাবে ছুটিতে,
মহা সুখে ঈদ কাটাবে পরিজন নিয়ে বাড়িতে।
ভালোভাবে ঈদ কাটাবে এই করি কামনা, 
খুশিতে দূর হয়ে যাক সকল বিদুর বেদনা।
ছুটি যারা পাবে না, থাকবে অন ডিউটিতে,
মানব সেবায় দেশের টানে, নিজ নিজ ঘাঁটিতে।
কষ্ট চেপে বুকের ভিতর , সদা হাসি মুখে;
পরিজনদের বুঝতে দাও না, আছো কত সুখে? 
বুঝবে না কেউ মধুর ব্যথা হৃদয় গহীন কোণে,
পরিপাটির দেহ খানি পুড়ছে শীতল আগুনে।
ছুটির ত্যাগে নিরাপদে ছুটছে সকল জন
তাতে-ই হবে পুলকিত! তৃপ্তি পাবে মন । 
সবাই যখন টুপি মাথায় সাজবে ঈদের সাজে,
পাঞ্জাবি টা পরে থাকবে, সিটের উপর ভাজে।
সবাই যখন সারি বেঁধে পড়বে নামাজ ঈদে, 
নিরাপত্তায় থাকব সবাই, অস্ত্র নিয়ে কাঁধে।
ছুটি যারা পাবেনা, দুঃখ করো না কেহ?
দেশ সেবায় এসেছো, বিলিয়ে দাও দেহ।
এর চেয়ে সুখ নেইরে কিছু? আমরা অনেক সুখী!
সেবা থাকবে চলমান…..সব সময় জনমুখী।।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host