পিরোজপুরে ফোন করার সাথে সাথে করোনা রোগীর বাড়ী পৌঁছে গেলো অক্সিজেন

প্রকাশের তারিখ: জুলাই ১৮, ২০২১ | ৯:৪৫ অপরাহ্ণ

কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ফোন করার সাথে সাথে করোনা রোগীর জন্য পৌছে গেলো অক্সিজেন। গতকাল শনিবার কাউখালী উপজেলার দ্বীপ বেষ্টিত এলাকা ১ নং সয়না রগুনাথপুর ইউনিয়নের ডা. গৌরঙ্গ লাল মিস্ত্রী করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকস্ট বেড়ে গেলে তার ছেলে গৌতম মিস্ত্রি শনিবার বিকালে কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন কে মুঠোফোনে কল করলে ভাইস চেয়ারম্যান সুমন রেড ক্রিসেন্টের কর্মীদের জরুরী ভাবে ট্রলার যোগে উক্ত করোনা রোগীর বাড়িতে অক্সিজেন নিয়ে দ্রুত যাওয়ার নির্দেশ দেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পিরোজপুর ইউনিট এর সেচ্ছাসেবক বাবু ও সাকিল তাৎক্ষনিক ভাবে উক্ত মুমূর্ষ করোনা রোগীর বাড়ি গিয়ে অক্সিজেন লাগিয়ে দিলে কিছুক্ষনের মধ্যে রোগী শ্বাসকস্ট কমে যায়।

করোনা আক্রান্ত ডা. গৌরঙ্গ লাল মিস্ত্রীর ছেলে গৌতম মিস্ত্রি আজ রবিবার তার নিজ ফেইসবুক আইডিতে লিখেন ভাইস চেয়ারম্যান কে ফোন দিলে জরুরী ভাবে অক্সিজেন বাড়ী পাঠিয়ে দেওয়ায় তাকে আন্তারিক ভাবে ধন্যবাদ জানান এবং সবসময় যেন এভাবে মানুষের পাশে থাকতে পারেন।

কারও যদি মহামারি করোনা কালীন সময়ে অক্সিজেনের প্রয়োজন হয় তাহলে কাউখালী উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমনের সাথে যোগাযোগ করুন ০১৭১৫৯৫১৮১৩

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host