পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় ৬৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

প্রকাশের তারিখ: জুলাই ২০, ২০২১ | ৬:২৫ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৩ জন করোনা শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৩৩৯১ জনে। এছাড়াও নতুন করে দুইজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা ৬৯ জন।

পটুয়াখালীর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে- পটুয়াখালীতে প্রাপ্ত রিপোর্টে নতুন শনাক্ত ৬৩ জন এর মধ্যে সদর উপজেলায় ২ জন, কলাপাড়া ৬ জন, গলাচিপা ১৪ জন, মির্জাগঞ্জ ১১ জন, বাউফল ২০ জন, দুমকী ০১ জন এবং দশমিনা উপজেলায় ০৯ জন।

এদিকে নতুন ২ জন মৃতের মধ্যে জেলার সদর উপজেলার গাজী আঃ হাসেম ( ৬৫) ১৯ জুলাই রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত গাজী আ: হাসেম গত ১৭ জুলাই করোনা শনাক্ত হন।

এছাড়াও জেলার কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের রুস্তম আলী মৃধা (৮৭) গত ৩ জুলাই করোনা শনাক্ত হন। ১৮ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়, ১৯ জুলাই বিকেলে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host