করোনা উপসর্গ নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিনের মৃত্যু

প্রকাশের তারিখ: জুলাই ২০, ২০২১ | ৬:৩৭ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি ::: সুপ্রিম কোর্ট ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য এবং নলছিটি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুদ্দিন হাওলাদার (৭০) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

সোমবার (১৯ জুলাই) দিবাগত রাত সোয়া ৩টার দিকে ঢাকা বক্ষব্যধি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে শামসুদ্দিন হাওলাদারের মেজ ছেলে অ্যাডভোকেট শাহাদাত হোসেন বিষয়টি নিম্চিত করে জানান, কয়েকদিন যাবত ঝালকাঠির বাসায় তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে সোমবার তাকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হলে করোনা ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে, মঙ্গলবার বাদ যোহর ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

বাদ আসর নলছিটির কুশঙ্গল ইউনিয়নের বনমাইল গ্রামের নিজ বাড়ির আঙিনায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি, বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উল্লেখ্য, প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে নলছিটিতে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন তিনি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host