গলাচিপায় জমিজমা সংক্রান্ত বিরোধ।।ভাইয়ের বিরুদ্ধে জীবন নাশের হুমকির অভিযোগ

প্রকাশের তারিখ: জুলাই ২৫, ২০২১ | ৩:৫১ অপরাহ্ণ

গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি
গলাচিপায় কলেজ শিক্ষকের বিরুদ্ধে জীবন নাশের হুমকি, দোকান ভাংচুর, অবৈধ ভাবে জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের মাঝগ্রামের মো.ফখর উদ্দিন রাশেদ মুন্সির আপন ছোট ভাই পটুয়াখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো.অলিউল ইসলামের বিরুদ্ধে। এঘটনায় রাশেদ মুন্সি তার ছোট ভাই কলেজ প্রভাষক মো.অলিউল ইসলামের বিরুদ্ধে গলাচিপা থানায় সাধারণ ডাইরি করেছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মাঝগ্রামের বাসিন্দা মো.ফকরউদ্দিন রাশেদ মুন্সির চিকনিকান্দী ব্রীজ বাজারের মাঝগ্রাম মৌজার ৫৮১ ও ৫৮৩ খতিয়ানের ১১১১ ও ১১১০ দাগে ২.৬৫ শতাংশ জমি রয়েছে। ওই জমির পাশেই ১১১০ দাগে ফুফাতো ভাই সাইফুল ইসলামেরও ২ শতাংশ জমি রয়েছে। রাশেদ মুন্সির অভিযোগ তার ছোট ভাই পটুয়াখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো.অলিউল ইসলাম ও তার ছোট দুই বোন তাছলিমা বেগম ও আকলিমা বেগম ষড়যন্ত্র করে তার ও ফুফাতো ভাইয়ের সম্পত্তি অবৈধ ভাবে দখল করেছে। রাশেদ মুন্সি বলেন, আমার ভাই ভাড়া করা সন্ত্রাসী দিয়ে মুদি দোকান ভাংচুর করে ২লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় আমি কোর্টে মামলা করলে আমার ভাই প্রভাব ঘাটিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব করাচ্ছে। এছাড়া গত ০৯ জুলাই রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রসীরা আমাকে অকথ্য ভাষায় গালাগালি ও হত্যার উদ্দেশ্যে হুমকি দেয়। এঘটনায় গলাচিপা থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। প্রভাষক মো.অলিউল ইসলাম বলেন, ওই খতিয়ানে ও দাগে আমার জমি রয়েছে। দীর্ঘ দিন যাবত আমি ওই জমি ভোগ দখল করে আসছি। এ ব্যাপারে চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, কিছু দিন আগে রাশেদ মুন্সি আমার কছে জমিজমা বিরোধ সংক্রান্ত একটি অভিযোগ করেছে। এছাড়া দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host