আগৈলঝাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

প্রকাশের তারিখ: জুলাই ২৫, ২০২১ | ৬:০০ অপরাহ্ণ

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউন ও স্বাস্থ্যবিধি মানতে শনিবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে আগৈলঝাড়া উপজেলার আগৈলঝাড়া বাজার, বাইপাস, কান্দিরপাড়, গৈলা বাজার, রাজিহার বাজার, বাশাইল বাজার, পয়সারহাট বাজার, বড়মাগড়া, স্বরবাড়ী, নাগিরপাড়, কালুরপাড়, জোবারপাড়সহ জনসমাগমস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাশেম এবং সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু।
এসময় মোবাইল কোর্ট পরিচালনাকালে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং মাস্ক ব্যতীত কেউ যাতে কোন প্রকার সেবা না পায় সেটি নিশ্চিত করার জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও ঔষধ বিক্রেতাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ১৬ টি মামলায় ৪ হাজার ৯ শত ৫০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম এবং সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু। এসময় আগৈলঝাড়া থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host