মহিপুরে হাতখরচের টাকা না পেয়ে মায়ের ওড়না পেঁচিয়ে ছেলের আত্মহত্যা

প্রকাশের তারিখ: জুলাই ২৬, ২০২১ | ৫:২১ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মহিপুরে হাত খরচের টাকা না পেয়ে বাবার সঙ্গে রাগ করে মায়ের ওড়না পেঁচিয়ে ছেলে আত্মহত্যা করেছে। রোববার (২৫ জুলাই) রাত ১০টার দিকে মৎস্য বন্দর আলীপুর বাজারের নিজ বাসার ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সোহাগ বেপারী (২২)।

নিহত সোহাগ আলীপুরের বাসিন্দা আনোয়ার বেপারীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে বাবার কাছে হাত খরচের টাকা চায় সোহাগ। টাকা না পেয়ে রাগ করে বাসা থেকে বের হয়। রাত ১২টায় বাসায় না আসায় খোঁজ করতে বের হয় পরিবারের সদস্যরা। পরে পাশে থাকা ভাড়াটিয়া বাসায় গিয়ে ফ্যানের সাথে লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। মহিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।

প্রতিবেশী সাইফুল ইসলাম পান্না মোল্লা বলেন, ‘সোহাগ এর আগেও দুইবার বিষপান করে এবং একবার গলায় ফাঁস দিয়ে আহত্মত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলো।’ আরেক প্রতিবেশী স্বপন শিকদার বলেন, ‘সোহাগের মানসিক অবস্থা ভালো ছিলো না।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host