পিরোজপুরে লকডাউনে বিয়ের আয়োজন করায় বর ও কনের পরিবারকে জরিমানা

প্রকাশের তারিখ: জুলাই ২৮, ২০২১ | ৮:১৮ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে লকডাউনে বিয়ের আয়োজন করায় বর ও কনের পরিবারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জানা যায়, উপজেলার আমরাজুড়ী ইউনিয়নে বাল্য বিবাহের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি আজ বুধবার দুপুরে আমরাজুড়ীর ইউনিয়নের আশোয় গ্রামে কনের বাড়ীতে গিয়ে উপস্থিত হয়ে বাল্য বিবাহের প্রমানের জন্য জন্ম সনদ অনলাইনে যাচাই করে সঠিক পায়। কিন্তু কঠোর লকডাউনের মধ্যে বিয়ের আয়োজন করায় বরের পিতা ও কনের পিতাকে পৃথক দুইটি মামলায় মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। পরে বর পক্ষকে তাদের বাড়ীতে ফেরৎ পাঠিয়ে দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথি।

এ ব্যাপারে জান্নাত আরা তিথি বলেন, ইউএনও স্যারের নির্দেশে এই প্রতিকুল আবহাওয়ার মধ্যে সরকারী নির্দেশ প্রতিপালন করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। কঠোর লকডাউনের মধ্যে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করে তাদেরকে ফেরৎ পাঠানো হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host