ভোলায় ১৬ জনের জেল, ৭৭ জনের জরিমানা

প্রকাশের তারিখ: জুলাই ২৮, ২০২১ | ১০:৪৫ অপরাহ্ণ

ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি।

২৮ জুলাই সারাদিন ভোলা জেলায় ১৫ টি মোবাইল কোর্টে ৯০ টি মামলায় ৯৩ জন এর মধ্যে ৭৭ জনকে ৭৯,৫৫০/-টাকা জরিমানা করা হয় এবং ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।

১.ভোলা সদর = ৬ টি মোবাইল কোর্টে ৩৯ টি মামলায় ৪১ জন এর মধ্যে ৩২ জনকে ২৯,৭০০/-টাকা জরিমানা করা হয় এবং ০৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।

২.দৌলতখান= ২ টি মোবাইল কোর্টে ১৯ মামলায় ১৩ জনকে ১৮,১০০ টাকা জরিমানা করা হয়। ০৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

৩.বোরহানউদ্দিন= ২ টি মোবাইল কোর্টে ১৩ মামলায় ১৩ জনকে ১১,২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

৪.লালমোহন= ২ টি মোবাইল কোর্টে ৭ মামলায় ৭ জনকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

৫.তজুমদ্দিন= ১ টি মোবাইল কোর্টে ৮ মামলায় ৮ জনকে ৮,৩৫০ টাকা জরিমানা করা হয়।

৬.চরফ্যাশন= ১ টি মোবাইল কোর্টে ১ মামলায় ১ জনকে ১,০০০ টাকা জরিমানা করা হয়।

৭.মনপুরা= ১ টি মোবাইল কোর্টে ৩ মামলায় ৩ জনকে ১,২০০ টাকা জরিমানা করা হয়।

০১/৭/২০২১ তারিখ থেকে ২৮/৭/২১ তারিখ পর্যন্ত মোট :
মোবাইল কোর্ট: ২৯৪ টি
মামলা: ২২৭৫ টি
মোট আসামী: ২,৪০৮ জন
অর্থদন্ড: ২০,৪৭,৬৫০/- টাকা ( ২,২৯৮ জনকে)
কারাদন্ড: ১১০ জন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host