ভাষানচর কৃষকলীগ সভাপতি ও তার পরিবারের উপর হামলা ! আহত-৫

প্রকাশের তারিখ: জুলাই ২৯, ২০২১ | ১২:৫১ পূর্বাহ্ণ

রাসেল কবির:

বরিশালের কাজীরহাট থানাধীন ৭ নং ভাষানচর ইউনিয়নের কৃষকলীগের সভাপতি ২ নং ওয়ার্ডের কলাতলা গ্রামের মোঃ পলাশ হাং (৩১) ও তার স্বপরিবারের উপর হামলরা শিকার হয়েছে মহিলা সহ ৫ জন গুরুত্বর আহতর খবর পাওয়া গেছে। সূএে জানাগেছে, ২৮ জুলাই সকাল ১১ ঘটিকায় গুদিঘাট সরকারি পুকুর পাড় ঘটনা ঘটে। আহত সূএে জানায়, বিবাহ দাওয়াত অনুষ্টানে যাওয়ার পথি মধ্যে ৬ নং ওয়ার্ডের কাদামাখা গ্রামের বি এন পি ওর্য়াড সভাপতি নান্নু প্যাদা (৪৫) ”র নেতৃত্বে নাহিদ প্যাদা (২২) নাবিল প্যাদা (২০) শাহআলম প্যাদা, মিজান প্যাদা সহ ৫/৬ জন পূর্ব পরিকল্পিত ভাবে দাড়িয়ে থাকে। তাদের হাতে ৪ টি আতুর, রাম দা ও লোহার রড় দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও শরিলে কামড়িয়ে গুরুত্বর জখম করে। নগদ টাকা ও র্স্বন অলংকার নিয়ে গেছে যাবার সময় হুমকি দেয় মামলা করলে রাতে বসত ঘর পুড়িয়ে দিবে। হামলায় আহ৩ হয় কৃষকলীগের সভাপতি মোঃ পলাশ হাং, স্ত্রী মনিকা বেগম (২৪), বড় ভাই আমির হোসেন (৩৫), স্ত্রী নুসরাত বেগম(২৬), মা নুরজাহান বেগম (৫৮)। আহত মধ্যে ২ জন স্থাণীয় চিকিৎসায় নেয় ২ ভাই মুলাদী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেওয়া হলেও সভাপতির স্ত্রী মনিকা বেগমের অবস্থা গুরুত্বর বলে জানায়। ঘটনায় কাজীরহাট থানায় মামলা করবে ও বলে আহত পরিবার সূএে জানায়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host