কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরাহী নিহত

প্রকাশের তারিখ: জুলাই ২৯, ২০২১ | ১:১৬ অপরাহ্ণ
সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ-  সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার  সলঙ্গা থানার হরিণচরা নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী  আবু জাওয়াদ (৩৫)নামের এক ব্রাক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে।
গত (২৮ জুলাই ) বুধবার  দুপুরে উপজেলার   হরিনচরা বাজার এলাকায় মহাসড়কে রাজশাহী থেকে ঢাকা গামী একটি কাভার্ড ভ্যান এর ধাক্কায় মোটরসাইকেল চালক জাওয়াদ গুরুতর আহত হন।  এসময় স্থানীয়রা তাকে আহতাবস্থায়   উদ্ধারকরে দ্রুত চিকিৎসার জন্য হাটিকুমরুল সাখাওয়াত এইস মেমোরিয়াল হসপিটালে এনে ভার্তিকরে।
এসময় তার অবস্থা বেগতিক দেখে এখানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকগন তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তর করেন।  পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত আবু জাওয়াদ রংপুর জেলার কাওনিয়া থানার নিগদারপাড়া গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে বলে জানাগেছে ।
তিনি উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরাইল বাজার এলাকায় ব্রাক ব্যাংক এর  সিও- প্রগতি হিসেবে কর্মরত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা শাহজাহান আলী জানান, বুধবার দুপুরে উপজেলার হরিনচরা বাজার এলাকায় মহাসড়কে ওপর একটি কাভার্ড ভ্যান   রাজশাহী থেকে ঢাকা গামী(ঢাকা মেট্র-উ- ১১-১৪-৬৭) রাস্তা পারাপারের সময় মোটর সাইকেল চালককে পেছনথেকে ধাক্কা দেয়।
এতে স্থানীয়রা আহত ব্যক্তিকে প্রথমে হাটিকুমরুল ও পরে  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, সেখানে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host