পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

প্রকাশের তারিখ: জুলাই ২৯, ২০২১ | ৭:৪৮ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ ১৭৮ জন শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন আরও দুই জন।

পটুয়াখালী সিভিল সার্জন ডা: মো: জাহাঙ্গীর আলম শিপন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় দুইজন মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৪৪৯টি স্যাম্পল টেস্ট করা হয়েছে। এর মধ্যে ১৭৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর আগে গত ২৭ জুলাই ১৬৮ জন, ২৬ জুলাই ১০৪ জন, ২৫ জুলাই ১১৭ জন, ২৪ জুলাই ১০৭ জন, ২৩ জুলাই ১০৬ জন শনাক্ত হয়েছে।

এদিকে পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। বর্তমানে আক্রান্ত ১৪৩৫ জন রোগীর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১২০ জন এবং হোমে রয়েছেন ১৩১৫ জন। এ পর্যন্ত ২৭ হাজার ৪০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host