বাউফলে মাদক সেবনে বাধা দেয়ায় কিশোরকে ছুরিকাঘাত

প্রকাশের তারিখ: জুলাই ৩০, ২০২১ | ১২:৩২ পূর্বাহ্ণ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে মাদকসেেবনে বাধা দেয়ায় ক্ষুদ্ধ হয়ে মোঃ ফরিদ হাওলাদার(১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে আহত করেছে বখাটেরা। এ সময়ে মারধর করা হয়েছে রিফাদ রাঢ়ী(১৮) নামে আরেক এক কলেজ শিক্ষার্থীকে। বুধবার রাত ৮ টার দিকে সূর্য্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের চৌরাস্তা বাজারের পূর্ব পার্শ্বে এ ঘটনা ঘটে। আহত ফরিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের ফিরোজ হাওলাদারের ছেলে। জানা গেছে, বুধবার বিকেলে ওই বাজারের বসে মাদকসেবন করছিলেন একই এলাকার নান্নু মুন্সির ছেলে রাব্বানী(২০), ছালাম হাওলাদারের ছেলে আবদুল্লাহ(২০), আলাল ভূইয়ার ছেলে আজাদ(১৯) ও সরোয়ার চৌকিদারের ছেলে রাকিব(২১) সহ কয়েকজন বখাটে। এ সময়ে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার কারনে মাদক সেবন করতে নিষেধ করে ফরিদ হওলাদার। এতে ক্ষিপ্ত হয়ে রাত ৮ দিকে চৌমোহনী বাজার থেকে ফরিদকে ডেকে বাজারের পূর্ব পাশে নিয়ে যায় ওই বখাটেরা। এরপর সেখানে ছুরিকাঘাত করে আহত করে চলে যায় তারা। এর আগে একই ঘটনায় কেশবপুর কলেজের শিক্ষার্থী রিফাদ রাঢ়ীকে মারধর করা হয়। রিফাদ একই এলাকার বাবুল রাঢ়ীর ছেলে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host