বরিশালে সাপের ভয়ে পরিবারসহ ঘরছাড়া বীরমুক্তিযোদ্ধা আঃরব

প্রকাশের তারিখ: জুলাই ৩১, ২০২১ | ৭:১৮ অপরাহ্ণ

বরিশাল বাণী: বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের মধ্য পিংলাকাঠি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সরদার (৭২) সাপের ভয়ে পরিবার পরিজন নিয়ে ঘর ছেড়ে পাশ্ববর্তি আত্মীয় স্বজনের বাড়িতে রাত কাটাচ্ছেন। শনিবার বিষয়টি আব্দুর রব সরদার তার সহযোদ্ধা ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাসকে অবহিত করেন।
বীর মুক্তিযোদ্ধা খান শামছুল হক জানান, তার সহযোদ্ধা গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের মধ্য পিংলাকাঠি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সরদার (৭২) স্ত্রী, কন্যা ছেলে ও নাতি নাতনিসহ ৭ জনকে নিয়ে নিজ বসত ঘরে বসবাস করে আসছেন। বৃহস্পতিবার সকালে ঘরে একটি বিষধর সাপের বাচ্চা দেখতে পান। সেটাকে মেরে ফেলা হয়। পরবর্তিতে গত তিন দিনে একে একে পর্যায়ক্রমে ৭টি সাপের বড় বাচ্চা ও একটি বড় গোখড়া সাপ মারা হয়। এখনো সাপের আনাগোনা দেখতে পেয়ে সাপের আতংকে বসতঘর ছেড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সরদার বলেন, ঘরের মধ্যে ইদুরের গর্ত রয়েছে। ওই গর্তে সাপে বাসা বেঁধে বাচ্চা ফুটিয়ে বড় করেছে। ৭/৮টি বাচ্চা ও বড় সাপ মারার পরেও ঘরে আরো সাপ রয়েছে। ঘরে বসবাস করলে যে কোন সময় দংশন করতে পারে। সাপ ধরার ওঁঝা খুজে না পাওয়া পর্যন্ত ঘরে বাস করা যাবে না। শনিবার বিষয়টি গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাসকে অবহিত করেছি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host