বরিশালে শ্বশুর-শ্বাশুড়ীর নির্যাতন সইতে না পেরে গৃহবধূর বিষপান !

প্রকাশের তারিখ: আগস্ট ১, ২০২১ | ৬:৩৯ অপরাহ্ণ

বরিশাল বাণী: বরিশালে শ্বশুর-শ্বাশুড়ী ও ননদের নির্যাতন সইতে না পেরে এক গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা। মুমূর্ষ অবস্থায় ওই গৃহবধূকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে উপজেলার কোদালধোয়া গ্রামের রতন বাড়ৈর স্ত্রী তিন সন্তানের জননী কাজল বাড়ৈ (৪০) কে পারিবারিক কলহের কারনে ঝগড়া হলে শ্বশুর-শ্বাশুড়ী ও ননদ শারীরিক নির্যাতন করে।
কাজলের স্বামী রতন জানান, পারিবারিক কলহের কারনে ঝগড়া হলে আমার বাবা ধীরেন বাড়ৈ, মা প্রফুল্লা রানী বাড়ৈ ও বোন মনিকা বাড়ৈ প্রায় সময়ই আমার স্ত্রীর উপর শারীরিক নির্যাতন করে। যে কারনে কাজল অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরে এবং আত্মহত্যার চেষ্টা করে।
পরে অসুস্থ অবস্থায় কাজল বাড়ৈকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কাজলের শ্বশুর ধীরেন বাড়ৈ বলেন, সামান্য ঝগড়া হয়েছে। এতে করে আমার ছেলের স্ত্রী বিষপান করে।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মামুন মোল্লা জানান, কীটনাশক পানে অসুস্থ রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host