কাজীরহাটে দুই ইউনিয়নের বিষফোঁড়া একটি ব্রিজ !

প্রকাশের তারিখ: আগস্ট ২, ২০২১ | ১২:২১ পূর্বাহ্ণ

রাসেল কবির: বরিশালের কাজীরহাট থানাধীন ২ নং লতা ইউনিয়ন ও ৬ নং বিদ্যানন্দপুর মডেল ইউনিয়ন বাসীর ব্রিজ জরার্জিন ও পুরাতন হয়ে পড়লেও যে কোন সময় দূর্ঘটনার আশঙ্খা রয়েছে। স্থাণীয় জনপ্রতিনিধি নিস্ক্রিয়ঃ এ জন্য ব্রিজের এমন অবস্থা বলে স্থাণীয়দের অভিযোগ রয়েছে। পাটা ব্রিজ টি লতা ইউনিয়নের চরসন্তোষপুর লবন হাওলাদার বাড়ির সন্নিকটে অবস্থিত। ব্রিজ পাড় হয়ে বিদ্যানন্দপুর ইউনিয়নে প্রবেশ করতে হয়। স্থাণীয়দের অভিযোগ রয়েছে ব্রিজ যে কোন সময় ভেঙ্গে পড়ে যেতে পারে। স্থাণীয় চেয়ারম্যান ও মেম্বার বিষয়টি উপলব্দি করছেনা। ব্রিজটি নির্মানের পর পরবর্তিতে পাটা ব্রিজ টি আরো কি ভাবে উন্নয় করে গ্রামবাসীদের আসা যাওয়ার জন্য ব্রিজ করা হবে এই ধরনের আশাবাদী করছেনা জনপ্রতিনিধি। বিভিন্ন স্থানে সাঁেকা , থেকে ব্রিজ হলেও সেই ব্রিজেই রয়ে গেল কিন্তু উন্নয়নের হাত ছানি পড়েনী ব্রিজে। এ জন্যই বেশীর ভাগেই কাজীরহাট থানা আওতাধীন ব্রিজ গুলো জরার্জিন অবস্থায় পড়ে আছে। চরসন্তোষপুর ও পশ্চিমরতনপুর বাসীদের দাবী ২ ইউনিয়নের জনপ্রতিনিধিরা বিষয়টি তদন্ত পূর্বক উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করে ব্রিজটি মেরামত করা অতিব জরুরী বলে মনে করেন। লতা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহালের সাথে আলাপ করলে তিনি জানায়, বাজেট আসলেই নির্মান করা হবে। বিদ্যানন্দপুর ইউপি চেয়ারম্যান আঃ জলিল মিয়া জানায়, বিষয়টি নজরে আছে উপজেলা মিটিং হলে আমি ব্রিজটির বিষয় আলোচনা করে বাজেট পাশ করিয়ে দিব।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host