খারাপ হতে যাচ্ছে আমেরিকার করোনা পরিস্থিতি: অ্যান্থনি ফাউচি

প্রকাশের তারিখ: আগস্ট ২, ২০২১ | ১২:৫১ অপরাহ্ণ

আরও খারাপ হতে যাচ্ছে আমেরিকার করোনাভাইরাস পরিস্থিতি। এমনটিই আশঙ্কা করছেন আমেরিকার শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। তার মতে, করোনার ডেলটা ভ্যারিয়্যান্টের ক্রমবর্ধমান সংক্রমণ দেশটির কোভিড পরিস্থিতিকে আরও ভয়াবহ অবনতির দিকে নিয়ে যাচ্ছে। খবর ভয়েস অব আমেরিকার।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউচি এবিসি টেলিভিশনের ‘দিস শো-তে এ কথা বলেন।তিনি বলেন, “পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে এবং এর জন্য করোনার প্রতিষেধক টিকা এখনও না নেওয়া লাখ লাখ মানুষ দায়ী।”ভয়েস অব আমেরিকা’র ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমণের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় যারা এখনও টিকা নেয়নি, তাদের মধ্যে কিছু মানুষ টিকা নেওয়ার কথা ভাবছে। কিন্তু, লাখ লাখ মানুষ বলছে, স্বাস্থ্য কর্মকর্তারা তাদের টিকা নিতে যতই পীড়াপীড়ি করুক, তাদের টিকা নেওয়ার কোনো ইচ্ছা নেই।অ্যান্থনি ফসি প্রায় প্রতিদিনই মার্কিনিদের করোনার টিকা নেওয়ার জন্য বলে যাচ্ছেন। ফসি বলেন, ‘টিকা নিলে আপনি নিজেকে গুরুতর অসুস্থ হওয়া এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারছেন। আর যারা টিকা নিচ্ছে না, তারা কার্যত ভাইরাসের বংশবিস্তারে সাহায্য করছে।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host