শেবাচিমের করোনা ওয়ার্ডের লাশ নামানো নিয়ে স্বজনদের ভোগান্তি

প্রকাশের তারিখ: আগস্ট ২, ২০২১ | ৪:২৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক ::: সার্বক্ষনিক লিফটম্যান না থাকার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত রোগীর লাশ নিচে নামানো নিয়ে চরম ভোগান্তিতে পরছেন মৃতের স্বজনসহ সংশ্লিষ্টরা।

সোমবার সকালে একাধিক মৃত রোগীর পরিবারের স্বজনরা এমনটাই অভিযোগ করেছেন।

সূত্রমতে, গত শনিবার রাতে লিফটম্যান না থাকায় লাশ নামানো নিয়ে চরম ভোগান্তিতে পরেন মৃত রোগী রওশন আরা বেগমের (৬৫) স্বজনেরা। শনিবার বিকেলে করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন রওশন আরা বেগম। পরে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দিবাগত ভোর রাতে করোনা ওয়ার্ডের চার তলায় তিনি মৃত্যু বরণ করেন। ভোর রাতে রওশন আরা বেগমের লাশ নিয়ে গ্রামের বাড়ি যেতে চাইলেও লিফটম্যান না থাকার কারনে তার লাশ নিচে নামানো যায়নি। পরবর্তীতে রবিবার সকাল সাড়ে আটটার দিকে লিফটম্যান আসার পর রওশন আরা বেগমের লাশ নিয়ে গ্রামের বাড়িতে ফিরে যান তার পরিবার।

এ ব্যাপারে করোনা ওয়ার্ডের মাষ্টার ফেরদৌস হোসেন জানান, বিষয়টির খোঁজ খবর নিয়ে হাসপাতালের পরিচালককে অবহিত করা হবে।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host