পটুয়াখালীতে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৮২ জনের করোনা শনাক্ত

প্রকাশের তারিখ: আগস্ট ৫, ২০২১ | ৫:০৬ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে দিন দিন বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় একদিনে সর্বোচ্চ ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন।

সিভিল সার্জন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ১৮২ জনের পজিটিভ এসেছে। তবে গত ২৪ ঘণ্টায় কোন রোগী মারা যায়নি।

পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৯০ জন। বর্তমানে মোট দুই হাজার ১৬৬ জন রোগীর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৮৮ জন এবং বাড়িতে রয়েছেন এক হাজার ৯৭৮ জন।

এ পর্যন্ত ২৯ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন শিপন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host