আমতলীতে করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে পরিবহন, অক্সিজেন সেবা ও দাফন ও সৎকার করবে উপজেলা ছাত্রলীগ!

প্রকাশের তারিখ: আগস্ট ৬, ২০২১ | ৭:৩০ অপরাহ্ণ

হারুন অর রশিদ,
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
জাতীয় শোক দিবস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরনে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও জেলা ছাত্রলীগের নির্দেশে বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে করোনাভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতিতে রোগীদের বিনামূল্যে পরিবহন ও অক্সিজেন সেবা এবং মৃত ব্যক্তিদের দাফন ও সৎকার করার কার্যক্রম হাতে নিয়েছে।

উপজেলা ছাত্রলীগ নেতা ইসফাক আহাম্মেদ ত্বোহা ও রাহাত মৃধার নেতৃত্বে এবং উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সার্বিক সহোযোগিতায় উপজেলা ছাত্রলীগ একটি ইউনিট চালু করেছে।

আজ (শুক্রবার) বেলা ১১টায় ওই ইউনিটের কার্যক্রম ও সেচ্ছাসেবকদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সবুজের সঞ্চালনায় সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ৪ নং ওর্য়াড কাউন্সিলর মোঃ রিয়াজ উদ্দিন মৃধা, সাংবাদিক ক্লাবের সহ-সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন তপু, পৌর যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিয়াজ মোর্শেদ ইমন প্রমুখ।

জরুরী প্রয়োজনে মোবাইল নাম্বার ঃ ০১৩১৯৬০০৫৪১ এবং ০১৭৮২৬৭২২৫৫

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host