নেছারাবাদে এনজিওর মালিক মাঠ কর্মীর সাথে শারিরীক সম্পর্ক করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা

প্রকাশের তারিখ: আগস্ট ১৪, ২০২১ | ৬:৪৭ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদে এক নারী এনজিও কর্মীর সাথে অবৈধ ভাবে শারিরীক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়ে ওই নারীকে ৫ লাখ ৫০ হাজার টাকা দেন মোহরে বিয়ে করেছেন এনজিও মালিক মনির চৌধুরী। শুক্রবার (১৪ আগষ্ট) গভীর রাতে উপজেলার আরামকাঠি শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মনির চৌধুরীর শান্তিরহাট বাজারে রূপালী সমবায় সমিতি নামে একটি এনজিও রয়েছে। সেখানে ইউনিয়নের একটি দরিদ্র পরিবারের স্কুল পড়ুয়া মেয়ে মাঠকর্মী হিসাবে কাজ করত। মনির তার অভাবের সুযোগ নিয়ে তার সাথে মেয়েটিকে অবৈধ মেলামেশায় বাধ্য করে। ঘটনার দিন বৃহস্পতিবার রাতে এনজিও মালিক মনির মেয়েটির সাথে মেলামেশা করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। এসময় ইউনিয়নের এক মহিলা ইউপি সদস্যের ছেলে খবর পেয়ে এসে মনিরকে জিজ্ঞাসা করে ভয়ভীতি দেখায়। ভয়ে মনির তাকে একটি মোটা অংকের টাকা দিয়ে বিষয়টি রফাদফা চেষ্টা করেন।
পরদিন শুক্রবার মেয়েটির পরিবার বিচারের আশায় স্বরূপকাঠি ইউপি চেয়ারম্যান আল-আমীন পারভেজের কাছে যান। চেয়ারম্যান উভয় পক্ষের বক্তব্যে শুনেন। এনজিও মালিক মনির চৌধুরীর প্রথম পক্ষের স্ত্রীর অনুমতি সাপেক্ষে চেয়ারম্যান মনিরের সাথে ওই মেয়েটির বিবাহ দেন।

চেয়ারম্যান আল-আমীন পারভেজ বলেন, উভয় পক্ষের কাছ থেকে ঘটনা শুনে বর মনিরের প্রথম স্ত্রীর অনুমতি সাপেক্ষে দু’জনের বিবাহ দেয়া হয়েছে। শুক্রবার রাতে শান্তিরহাট বাজারে বসে এ বিবাহ হয়েছে। বিবাহের পর মনিরের প্রথম স্ত্রী স্বেচ্ছায় স্বামীর জন্য নব বধূকে নিজেদের বাড়ী নিয়ে গেছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host