ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশের তারিখ: আগস্ট ১৪, ২০২১ | ৭:২৯ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের দক্ষিণ মরিচবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জিহাদ দক্ষিণ মরিচবুনিয়া গ্রামের মৃত রিয়াজ খলিফার ছেলে। সে দক্ষিণ মরিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, দুপুরে বাড়ির পার্শ্ববর্তী রাস্তার পাশে পড়ে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে জিহাদের মৃত্যু হয়।

এলাকাবাসী ও স্বজনদের দাবি, বিদ্যুৎ বিভাগের অবহেলায় এ মৃত্যু হয়েছে।

কাঠালিয়া ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী প্রকৌশলী তাপশ কুমার বিশ্বাস জানান, এ ঘটনার সময় ভাণ্ডারিয়া গ্রিড উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উন্নয়নমূলক কাজের জন্য এ লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। দক্ষিণ মরিচবুনিয়া গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে জিহাদের মৃত্যুর দায় ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নয়।

অপরদিকে পল্লী বিদ্যুৎ কাঠালিয়া (বান্দাঘাটা) সাবস্টেশনের সহকারী জুনিয়র প্রকৌশলী মো. হামিম বলেন, মরিচবুনিয়া এলাকায় কাঠালিয়া ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও পল্লী বিদ্যুতের লাইন রয়েছে। ওজোপাডিকোর তার ছিড়ে রাস্তায় পড়ে থাকায় সে তারে এক শিশু জড়িয়েছে বলে জানতে পেরেছি। ওখানে আমাদের কোনো তার ছেড়া নেই।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host