বরিশালের ঘটনা দুখঃজনক ও অনাকাঙ্ক্ষিত : তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ: আগস্ট ২২, ২০২১ | ৮:৫৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক :: সরকারের সঙ্গে প্রশাসনের সব সময় সুসম্পর্ক ছিল এবং থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

রোববার (২২ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘শোক থেকে শক্তি: গণমাধ্যম ও বাংলাদেশের অগ্রযাত্রা’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে তিনি এ কথা বলেন।

বরিশালের ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বরিশালের ঘটনা দুখঃজনক, অনাকাঙ্ক্ষিত। প্রশাসন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। সরকারের সঙ্গে প্রশাসনের সব সময় সুসম্পর্ক ছিল এবং থাকবে।’

এ সময় তিনি সবাইকে ভেবে চলার আহ্বান জানান।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেন, ‘আগস্ট বাঙালি জাতির জন্য অভিশপ্ত মাস। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ১৮ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড বাঙালি জাতির কপালে কলংকের কালিমা এঁকে দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীদের আইনের আওতায় এনে জাতিকে কলংকমুক্ত করেছেন।’

ডা. মুরাদ আরও বলেন, ‘পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে। কিন্তু তা কখনই পরিবারকে আঘাত করেনি। বঙ্গবন্ধু প্রায় ১০ মাস পাকিস্তানের জেলে ছিলেন, সেখানে তাকে হত্যা করতে পারেনি। ১৫ আগস্টের হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে হত্যা নয়, সেটি ছিল একটি রাষ্ট্রের অগ্রযাত্রা, একটি রাষ্ট্রের সমৃদ্ধিকে হত্যা করা। এ হত্যকাণ্ডের মাধ্যমে বঙ্গবন্ধুর সব অর্জন ধ্বংস করতে চেয়েছিল।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host