এবার করোনায় ধরেছে পিসিআর ল্যাবকে ! ৬দিন যাবত বন্ধ

প্রকাশের তারিখ: আগস্ট ২৩, ২০২১ | ৯:৪৪ পূর্বাহ্ণ

সেলিম শিকদার:  পিসিআর ল্যাব করোনা ভাইরাসে সংক্রামিত হওয়ায় নমুনা পরিক্ষা অস্বাভাবিক ভাবে ফলাফল দিতে শুরু করেছে বলে জানাগেছে।
প্রতিদিন ১০০ জনের নমুনা পরীক্ষায় গড়ে ৮০ জনের রেজাল্ট পজিটিভ আসায় গত ৬ দিনধরে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এতে প্রায় এক হাজারেরও বেশি সংগৃহীত নমুনা জমে যাওয়ায় নতুন করে নমুনা সংগ্রহ বন্ধ করে দিয়েছে বলে জানান
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ল্যাব ইনচার্জ ডা.শর্মিলী পাল।
এদিকে ল্যাব কর্তৃপক্ষ নমুনা না নেওয়ায় নমুনা সংগ্রহ কার্যক্রম বন্ধ রেখেছে জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো।
এতেকরে চরম বিপাকে পড়েছে রোগীরা।
আতঙ্ক দেখা দিয়েছে সংক্রামন ছড়িয়ে পড়ার।
সিরাজগঞ্জে একমাত্র পিসিআর ল্যাবটি দ্রুত মেরামত করে চালু করার জোরদাবী জানিয়েছে রোগী, রোগীর স্বজনসহ সাধারণ নাগরিকেরা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host