
রাসেল কবির:
বরিশাল জেলার কাজীরহাট থানাধীন ৬ নং বিদ্যানন্দপুর মডেল ইউনয়নের ৫ নং ওয়ার্ডের মধ্য রতনপুর ইটের রাস্তা এখন মরন ফাঁেদ পরিনত হয়ে দাড়িয়েছে। দেখার মতো কেউ নেই ক্রমে ক্রমে রাস্তা ভেঙ্গে যাচ্ছে তবু ও উদ্দ্যেগ নেয়নী মোরামতের বলে অভিযোগ উঠেছে। চৌমুহুনী ইটের রাস্তা সাবেক ইউপি চেয়ারম্যান ও থানা আ”লীগ সভাপতি আলহাজ্ব আঃ জব্বার খাঁেনর বাড়ির সামনে দিয়ে অতিক্রম হয়েছে এই রাস্তাটি। সরজমিনে গেলে দেখা গেছে, চৌমুহুনী দিয়ে পশ্চিমে অগ্রসর হলেই দেখা যায় কোথায় ইট নেই রাস্তার দু”পাশ ভেঙ্গে পড়ে গেছে। মাঝ খানে আঁকা বাঁকা এবং ছোট বড় গর্তের পরিনতি হয়েছে। নাসির খাঁন বাজারের পিছনে ইটের রাস্তা অতিক্রম করলে দেখা গেছে রাস্তার মধ্যে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে একাধিক। ইটের রাস্তায় কোথায় ও কর্দমা হয়ে পথচারিদের চলাচলে বাধা হয়ে দাড়িয়েছে। স্থাণীয়রা অভিযোগ তুলে জানায়, মধ্য রতনপুর বাসীর একমাএ চলাচলের রাস্তা এই রাস্তা দিয়ে কাজীরহাট বন্দর সহ বিভিন্ন স্থানে যেতে হলে গ্রামবাসীদের চৌমুহুনী অতিক্রম করতে হবে ভাঙ্গা চুড়া ও কর্দমা দিয়ে। ইউপি সদস্য মোঃ রিয়াজুল ইসলাম খাঁেনর সাথে যোগাযোগ করলে তিনি জানায়, রাস্তার বেহাল দশা সত্যতা স্বিকার করে বলে বর্ষা মৌসুম বলে মেরামত করা হয়নী । ইউপি চেয়ারম্যান আঃ জলিল মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানায়, এখন রাস্তা মোরমত করলে কোন লাভ হবে না প্রায় সময় বৃষ্টি হয়। বৃষ্টি কমে আসলেই রাস্তার মেরামতের উদ্দ্যেগ নেওয়া হবে।