কুয়াকাটা পৌরসভার উদ্যোগে গরিবদের মাঝে চাল বিতরণ

প্রকাশের তারিখ: আগস্ট ২৩, ২০২১ | ৪:৩৭ অপরাহ্ণ

হোসাইন আমির, কুয়াকাটা প্রতিনিধিঃ- কুয়াকাটা পৌরসভার উদ্যোগে মহামারী করোনাকালীন সময় অসহায় পওে থাকা গরিব দুঃখী, বিধাব ও মসজিদের ইমাম,মোয়াজ্জেমদের  মাঝে চাল বিতারণ করা হয়েছে। আজ সকাল ১০ টায় পৌরসভা কর্যালয়ের সামনে ১ হাজার মানুষের মাঝে ১০ কেজি করে এ চাল দেওয়া হয়। এর মধ্যে পৌরসভার ৪০টি মসজিদে খতিব ইমাম ও মোয়াজ্জেমকে ২০ কেজী করে চাল দিয়ে সহযোগীতা করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার , ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক খান, কাউন্সিলর আবুল ফরাজী, তৈয়ুবুর রহরমান, মরিন শরিফ, শহিদ দেওয়ান ,মজিবুর রহমান এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ময়না ও তাছলিমা। বিতরণ অনুষ্ঠানে ট্যাক অফিসার হিসাবে ছিলেন কলাপাড়া উপজেলা সমবয় অফিসার ফরিদ আহম্মেদ।
পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার বলেন, মহামারি করোনা চলাকালীন মাননীয় প্রধান মন্ত্রীর সহযোগীতার কারণে আমরা গরিবদের পাশে আজ দাড়াতে পারছি সেদিন কুয়াকাটায় পটুয়াখালীর ডিসি মহাদয় আসছে আমি তাকে অনুরোধ করায় সে ১০ টন চাল আমাকে দিলে আমি সেগুলি মসজিদেও ইমাম, মোয়াজ্জেম সহ গরিবদেও মাঝে বিতরণ করি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host