পটুয়াখালীর জেলা প্রশাসকের কমলাপুর আবাসনের হত দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ও উঠান বৈঠক

প্রকাশের তারিখ: আগস্ট ২৩, ২০২১ | ৪:৫৯ অপরাহ্ণ

মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী জেলার সদর উপজেলার কমলাপুর ইউনিয়নে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ইউনিয়নের আবাসনে বসবাস রত হত দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ও উঠান বৈঠক করেন।
২৩ আগষ্ট সোমবার সকাল ১০ টায় জেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৯ নং উত্তম নগর গ্রাম গ্রাম উন্নয়ন সমিতি, কমলাপুর ইউনিয়ন পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী। এ ছাড়াও অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোঃ আলাউদ্দিন, সহকারী কমিশনার ভুমি মোঃ শাহীন মাহমুদ পিআইও মোঃ রফিকুল ইসলাম ও ট্যাগ অফিসার হিরামন রায়সহ ইউপি সদস্যবৃন্দ,সাংবাদিক, পল্লী সঞ্চয় ব্যাংক এর সমিতির সদস্য এলাকায় গন্যমান্য ব্যাক্তি বর্গ।
পটুয়াখালী জেলার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন প্রথমে পল্লী সঞ্চয় ব্যাংকের ও সমিতির সদস্যদের উন্নয়ন বিষয়ক আলোচনা করেন। এর পর জেলা প্রশাসক কমলাপুর ইউনিয়ন এর আবাসন এ হত দরিদ্রদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘর পরিদর্শন করেন তাদের ঘরে ঘরে গিয়ে সমস্যার কথা শুনেন। আবাসনের হতদরিদ্র খেটে খাওয়া অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা প্রদান করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host