ইউএনও-ওসি’র বদলী নিয়ে বরিশালে অপপ্রচার

প্রকাশের তারিখ: আগস্ট ২৫, ২০২১ | ১২:১১ পূর্বাহ্ণ

বরিশাল বাণী:  বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলির আদেশ হয়েছে ১০ আগস্ট। একইভাবে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলামের বদলির আদেশ হয় ১৭ আগস্ট।

কিন্তু ১৮ আগস্ট রাতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার পর বদলির বিষয়টি সামনে নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ইউএনও-ওসির বদলির ঘটনাকে ১৯ আগস্টের অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িয়ে নানাভাবে পোস্ট দিচ্ছেন।

প্রশাসন সূত্র জানায়, ১০ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখার উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপনে ইউএনও মুনিবুরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলির আদেশ দেওয়া হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার বলেন, এ আদেশ আগেই হয়েছে। ১৮ তারিখের ঘটনার সাথে বদলি আদেশের কোন সম্পর্ক নেই।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host