বরিশালে গাছ ব্যবসায়ী মামুনের হত্যাকারী ও চাঁদাবাজ জিসান র‌্যাবের হাতে আটক

প্রকাশের তারিখ: জুন ১৩, ২০২০ | ৪:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরের রুপাতলী এলাকায় শুক্রবার রাতে গাছ ব্যবসায়ী মামুন মাতুব্বরকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করার ৮ ঘন্টার ব্যবধানে প্রধান আসামী চাঁদাবাজ ও মাদকাসক্ত রাব্বি সহযোগী জিসান (২৫) কে আটক করেছে বরিশাল র‌্যাব (৮)এর একটি টিম।

আজ শনিবার (১৩ জুন) দুপুর দেড়টায় এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব সহকারী পরিচালক এএসপি মুকুর চাকমা।

র‌্যাব জানায় শুক্রবার গভিররাত ২টায় র‌্যাবের একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠী জেলার সদর থানাধীন এলাকার কলেজ মোড় থেকে গ্রেপ্তার করা হয়।

উলে­খ্য, শুক্রবার রাতে নগরের রুপাতলী এলাকার ভাষানী সড়কের রাঢ়ি বাড়ি মসজিদের সামনে বসে উক্ত এলাকার মাদকাসক্ত চাঁদাবাজ একই এলাকার রফিক মৃধার ছেলে রাব্বি ও জিসানসহ কয়েকজন মামুন মাতুব্বরের কাছে চাঁদা চেয়ে না পাওয়ায় বাসা থেকে ডেকে এনে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে রেখে চলে যায়। এসময় স্থানীয়রা মামুনকে উদ্ধার কেরে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।

ঘটনার পরপরই কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম ও এস.আই মামুন অভিযান চালিয়ে হত্যাকারী রাব্বিকে আটক করে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host