মধুখালীতে রাতের আধারে মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ: আগস্ট ২৮, ২০২১ | ৮:৩৭ অপরাহ্ণ

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউপির মধুখালী গ্রামে অসহায় শহিদুলের মোটরসাইকেলটি রাতের আধারে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সনিবার সকালে জীবিকার তাগিদে যাওয়ার সময় মোটরসাইকেলটি পোড়া অবস্থায় দেখে শহিদুল স্বাভাবিক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার অজ্ঞান অবস্থায় পথচারীরা দেখতে পেয়ে মুমূর্ষ অবস্থায় স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে স্বাভাবিক ভাবে সুস্থ করেন। ফের মোটরসাইকেলের শোকে কান্না বিজরিত কন্ঠে কথা বলতে বলতে আবারও অসুস্থ হয়ে পড়ে। শহিদের পরিবারের একমাত্র জীবিকা নির্বাহের ধারক ছিল মোটরসাইকেলটি। শেষ সম্বল টুকু হারিয়ে তিনি হয়ে গেছেন নিঃস্ব। শুক্রবার সারাদিন মোটরসাইকেল চালিয়ে রাতে মধুখালী নামক স্থানে মোটরসাইকেলটি রেখে বাসায় চলে যায়। স্থানীয়রা জানান, এই অসহায় নিরীহ শহিদুলের মোটরসাইকেলটি কে বা কাহারা পুড়িয়ে দিয়েছে তাহা উদঘাটন করে বিচারের জোর দাবি জানাচ্ছি, এবং শহিদুলের গাড়ির পাশাপাশি আরো দুইটি গাড়ি ছিল তবে সেই গাড়ি দুটির কোন ক্ষয় ক্ষতি হয়নি কেবল শহিদুলের গাড়িতেই আগুন দিলো।এ বিষয়ে কান্নাবিজড়িত কণ্ঠে শহিদুল বলেন শেষ সম্বল টুকু হারিয়েছি পরিবারের ভরন পোষণ কি ভাবে করবো তা এক মাত্র আল্লাহ জানেন।

এ বিষয়ে মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন বলেন ছেলেটা খুবই ভাল এবং অসহায় আছে গাড়ীটি পোড়ার খবর পেয়ে অনেক খারাপ লাগছে। আমি ব্যাক্তিগত ভাবে গাড়ী সারানোর জন্য আর্থিক সহযোগিতা করবো।
তবে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত শহিদুল হক জানান, বিষয়টি ভালোভাবে যেনে সহযোগিতা করা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host