বরিশালে নদীগর্ভে দুইযুগ দাড়িয়ে আছে কালভার্ট !

প্রকাশের তারিখ: আগস্ট ৩০, ২০২১ | ১১:১৬ পূর্বাহ্ণ

রাসেল কবির:  প্রায় ২ যুগ (২৪) বছর পূর্বে বরিশালের কাজীরহাটের ভাষানচর নদী ভাঙ্গনে ভাষানচর ইউনিয়ন মানচিএ ছোট হয়ে গেলেও বিলিন হয়েছে শত শত একর জমি ভাঙ্গন থেকে রক্ষা পায়নি কোন কিছুই।স্থাণীয়রা জানায়, ২ যুগ পূর্বে ৩ বছরে ভাষানচর নদী ভাঙ্গনে মানুষ দিশেহারা। রাস্তা ঘাট, স্কুল,মাদরাসা, হাট বাজার সহ বসত ঘর বাড়ি ও আবাদি অনাবাদি জমি ভাষানচরের কালাবদর নদীতে গ্রাস করে নিয়ে গেলেও শুধু কালভার্ট টি এখন নদীতে দাড়িয়ে আছে। এই কালভার্ট টি ছিল বিদ্যালয়ের পিছনে রাস্তা দিয়ে লঞ্চঘাট যাবার পথি মধ্যে। এই কালভার্ট দেখে স্থাণীয়রা কালের স্বাক্ষী নদী গ্রাসের বলে আলেচনা করে । ভাষানচর এলাকা এ ভাবে ভেঙ্গে গেল। কালভার্ট টি নদীতে প্রায় ২ যুগ ধরে এভাবে আছে দূর দূরন্ত থেকে এই কালভার্ট এক নজর দেখতে আসে। সব কিছু বিলিন হলেও সাধারন এই কালভার্ট দাড়িয়ে আছে এমন প্রশ্ন সচেতন মহলদের। ভাষানচর ইউনিয়ন বাসীর দাবী ভাষানচর এখন ও বিভিন্ন জায়গা দিয়ে ভাঙ্গন অব্যহত রয়েছে। অচিরেই ভাঙ্গন ঠেকানোর জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দৃষ্টি কামনা করছে। ক্রমে ক্রমে ভেঙ্গে সব কিছুই বিলিন হয়ে গেলে খেটে খাওয়া সাধারন লোকজনদের দূর্দশা কি হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host