ডেকোরেটর ব্যবসায় ধস, দশমিনায় মালিক-শ্রমিক মানবেতর জীবনযাপন

প্রকাশের তারিখ: আগস্ট ৩০, ২০২১ | ১১:৫৮ পূর্বাহ্ণ

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।
করোনা মহামারিতে বিয়ে, সুন্নতে খাতনা, জন্মদিন, আকিকা, হালখাতা, ধর্মীয় অনুষ্ঠান, সরকারি-বেসরকারি অফিসে নানা দিবস পালনসহ সভা-সমাবেশ সম্পুর্ণভাবে বন্ধ থাকায় পটুয়াখালীর দশমিনা উপজেলার ডেকোরেটর ব্যবসায় চরম ধস নেমেছে। গত প্রায় দুই বছর যাবৎ এধরনের কোনো অনুষ্ঠানের ডেকোরেটর ভাড়া না থাকায় উপজেলার প্রায় শতাধিক ব্যবসায়ীর আয় রোজগার বন্ধ থাকায় বেশ কয়েক শ মালিক-শ্রমিক মানবেতর জীবনযাপন করছে।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় সাত ইউনিয়নে প্রায় শতাধিক ডেকোরেটর ব্যবসায়ী রয়েছে। আর এ সমস্ত ব্যবসায়ীরা ক্ষেতের বোরো ধান কেটে ঘরে তোলা শেষে গ্রামে গ্রামে শুরু হয় বিয়ে, সুন্নতে খাতনা, জন্মদিন, আকিকা, হালখাতা, ধর্মীয় অনুষ্ঠান, সরকারি-বেসরকারি অনুষ্ঠানসহ সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়ে থাকে। প্রায় ২বছর চলে গেলেও ডেকোরেটর ব্যবসায় কোনো সাড়া নেই।
উপজেলার কাজী ডেকোরেটর মালিক মো. রাসেল হোসেন জানান, করোনার প্রভাবে সকল প্রকার অনুষ্ঠান প্রায়ই বন্ধ রয়েছে। দু-একটি অনুষ্ঠান হলেও প্রশাসনের অগোচরে ঘরোয়াভাবে হওয়ায় ডেকোরেটরের প্রয়োজন হচ্ছে না। ফলে মালিকসহ শ্রমিকরা বেকার হয়ে পড়ছে।
উপজেলার গছানী বাজারের ডেকোরেটর মালিক নরেন চন্দ্র ও করুনা সাইন্ড সিষ্টেম এর মালিক মো. নাজমুল হোসেন জানান, আমরা পরিবার পরিজন নিয়ে প্রায় রাস্তায় বসার উপক্রম। প্রায় দুই বছর মহামারিতে কোন ভাড়া না হওয়ায় মানবেতর জীবন যাপন করছি। করোনাকালীন লকডাউনের সময় আমাদের দোকানপাট বন্ধ ছিল। বর্তমানে দোকান খুললেও সকল প্রধান অনুষ্ঠান বন্ধ রয়েছে। করোনার প্রভাবে ব্যবসা বন্ধ থাকায় বর্তমানে এই কাজের সাথে জড়িত মালিক ও শ্রমিকরা কাজ না থাকায় মানবেতর জীবন যাপন করছে।
উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও দশমিনা সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহামুদ লিটন জানান, ডেকোরেটর ব্যবসার সাথে জড়িতদের সহযোগিতা করা একান্ত প্রয়োজন। আর এ বিষয়ে ইউএনও স্যারের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন জানান, ডেকোরেটর ব্যবসায়ীদের পক্ষ থেকে সহায়তা চেয়ে আবেদন করলে সহায়তার ব্যবস্থা করা হবে। আর যদি সরকার থেকে এ ধরনের কোনো সহায়তা আসে তা সাথে সাথেই তাদের প্রদান করা হবে।###

 

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host