চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রত্যাহার

প্রকাশের তারিখ: আগস্ট ৩০, ২০২১ | ১১:৫১ অপরাহ্ণ

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি—
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (উপপরিদর্শক) মমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান। জানা গেছে, শুক্রবার স্থানীয় এক নারীর অভিযোগের প্রেক্ষিতে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে দক্ষিণ চরমোন্তাজ গ্রামের আইয়ুব আলীর ছেলে ইব্রাহিম ও আহসানকে ডেকে নেওয়া হয়। তাদের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নারীকে উত্যক্ত করার অভিযোগে তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মমিনুল ইসলাম তাদের দুই ভাইকে ডেকে নিয়ে মারধর করে ডাকাতি ও গরু চুরি মামলার হুমকি দেয়। এ বিষয়টি ঘটনার দিন পটুয়াখালী পুলিশ সুপার ও রাঙ্গাবালী থানার ওসিকে মুঠোফোনে অবহিত করেন বলে জানান ভুক্তভোগীরা। এমন অভিযোগের তদন্ত করে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে এসআই মমিনুলকে রোববার প্রত্যাহার করে পটুয়াখালী পুলিশ লাইনস্ নেওয়া হয়। রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘ফাঁড়িতে (তদন্ত কেন্দ্রে) একটি ঘটনা হয়েছিল। এক মহিলার দরখাস্তের প্রেক্ষিতে দু’জন লোকের সাথে তার (এসআই মমিনুল ইসলাম) একটু ঝামেলা হয়েছে, ওই ঘটনার প্রেক্ষিতে ক্লোজড করে পটুয়াখালী পুলিশ লাইনস্ নেওয়া হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host