কবিতা “জাগ্রত আক্তারুজ্জামান”

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৩, ২০২১ | ১১:১০ পূর্বাহ্ণ

“জাগ্রত আক্তারুজ্জামান”
—-সিবলু মোল্লা।

আমিতো দেখেছি জাগ্রত সদা,
পাতিয়া রাখিতে কান।
আক্তারুজ্জামান কে দেখিনি ধরিতে,
মিছে ঘুমাবার ভান।

বিন্দু বিন্দু ভালবাসায়,
অথৈই সিন্ধু জল।
গভীরতা তার এমনই হল,
খুঁজে না পাই তল।

আমি ছিলাম হতাশার কাফনে,
জড়ানো জীবন্ত লাশ।
উৎসাহ দেয়নি কেহ,
বরং করেছিল উপহাস।

কূল ঠাঁই হীন দরিয়ার মাঝে,
উথাল পাথাল ঢেউ।
তুমি বিনে সাঁতার আমায়,
শিখাতে চায়নি কেউ।

হৃদয়ে করেছিলে সাহস সঞ্চার,
করেছিলে মনমানসিকতা উদ্বুদ্ধ।
তুমিই সেই উজান মাঝি,
শিখাইও ভাটিকালেও করিতে যুদ্ধ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host