পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পরে আহত ১৩

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৪, ২০২১ | ৪:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীর কুয়াকাটা থেকে যশোরগামী কুয়াকাটা এক্সপ্রেস নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে পর্যটন কেন্দ্র নবীনপুর এলাকায় রাস্তার মোড়ে কালভার্টের উপর উঠতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পার্শ্ববর্তী কচ্ছপ খালীর খালে পড়ে যায়।

এ সময় স্থানীয় লোকজন ১৩ জনকে উদ্ধার করে কুয়াকাটা (তুলাতলী) হাসপাতালে নিয়ে যায়।এদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

আহতরা হচ্ছেন- পটুয়াখালীর মাসুদরানা, খুলনার মো. ইমরান হোসেন, সুমন, মনিরা, মো. আশিক, যশোরের মো. জাহাঙ্গীর, প্রান্ত, ও মারুফ, নড়াইলের নাইম, নাটোরের আলম। এদের মধ্যে বেশির ভাগই কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক।

মহিপুর থানার ওসি (তদন্ত) মো. আবুল খায়ের জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে কলাপাড়া ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় গাড়িটি উদ্ধার করেছে। তবে কেউ নিখোঁজ রয়েছেন কিনা তা এখনো জানা যায়নি। গাড়ির চালক এবং হেলপারকে পাওয়া যায়নি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host