লালমনিরহাটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৪, ২০২১ | ৫:২৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :  লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি নাউখৈয়া দিঘির এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত শিশুরা হলো- উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের মিঠুর রহমানের ছেলে সিয়াম (১৩) ও মজিবর রহমানের ছেলে মাহিম (১৪)। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, দুপুরে দিকে সুন্দ্রাহবি বিলের একটি মাছের প্রকল্পে গোসল করতে নামে ৪ জন শিশু। এ সময় সেখানে থাকা বালুতে তলিয়ে যায় তারা। পরে দুইজন সেপান থেকে উঠে আসতে পারলেও সিয়াম ও মাহিন পানিতে তলিয়ে যায়।

আশপাশের লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে অনেক খোঁজাখুঁজি করলে তাদের না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। প্রায় এক ঘণ্টা নিখোঁজ থাকার পর তাদের মরদেহ ভেসে ওঠে। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবব্রত কুমার রায় বলেন, দুইটি শিশুকে হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন । কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন বলেন, মাছের প্রজেক্টে বালু থাকায় সেখানে তারা তলিয়ে গেছে। এ বিষয় কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host